সংবাদদাতা ।।
নিকলী উপজেলা বিএনপি কার্যালয়ে ২২ আগস্ট এক সভা অনুষ্ঠিত হয়। কার্যবিবরণীর উল্লেখযোগ্য ছিল প্রতিটি ইউনিয়নের পুরনো কমিটি বিলূপ্ত ও নতুন আহ্বায়ক কমিটি গঠন। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মানিক মিয়া। এছাড়া আরো উপস্থিত ছিলেন সব যুগ্ম আহ্বায়ক, সদস্য এবং ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলসহ সকল নেতৃবৃন্দ।
সভায় আহ্বায়ক বদরুল মোমেন মিঠু স্বাক্ষরিত ইউনিয়নগুলোর আহ্বায়কদের তালিকা ঘোষণা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মানিক মিয়া। আহ্বায়করা হলেন : নিকলী সদর ইউনিয়নে চান্দালি মেম্বার, দামপারা ইউনিয়ন কাসেম মেম্বার, সিংপুর ইউনিয়ন মুক্তার উদ্দিন চেয়ারম্যান, কারপাশা ইউনিয়ন আবু সাঈদ, গুরই ইউনিয়ন কাঞ্চন মিয়া ও ছাতিরচর ইউনিয়ন রইছ উদ্দিন চেয়ারম্যান। নতুন আহ্বায়কদের দায়িত্ব দেয়া হয় নিজ নিজ ইউনিয়নে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার।