মাহমুদ আল আজাদ, হাটহাজারী প্রতিনিধি ।।
হাটহাজারী পৌরসভাস্থ পশ্চিম আলামপুর লালমতি পাহাড়ি এলাকা থেকে দেশি তৈরি বন্দুকসহ দুইজনকে আটক করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ। গতকাল শুক্রবার (২৭ এপ্রিল) দুপুর ১২টায় অভিযান চালিয়ে রাঙ্গামাটি জেলার কাউখালি উপজেলার ঘাগরা এলাকার পুনংচাং চাকমার পুত্র মায়াধন চাকমা (৩৭) ও চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার নবীনবিঞ্চ চাকমার পুত্র শান্তিময় চাকমাকে (২৭) একটি দেশীয় তৈরি বন্দুকসহ আটক করে মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪টি কচ্ছপ ও ৭/৮টি কুচিয়া উদ্ধার করা হয়।
সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) আবদুল্লাহ আল মাসুমের নেতৃত্বে মডেল থানার এসআই নুরুল আমীন, এএসআই কারুজ্জামান ও এএসআই মহসিন সঙ্গীয় ফোর্স নিয়ে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে হাটহাজারী পৌরসভার আলামপুর এলাকার লাল মতি নামক পাহাড়ের একটি পরিত্যক্ত ঘর থেকে মায়াধন চাকমা ও শান্তিময় চাকমাকে একটি দেশীয় তৈরি কাঠ ও লোহার ব্যারেল দ্বারা নির্মিত গাদা বন্দুক সদৃশ সহ আটক করে।
বন্দুকটির কাঠের বাট ও লোহার ব্যারেলসহ লম্বা অনুমান ৪৬ ইঞ্চি। বুলেটের মাথা ৫৬টি, ১টি হাতে বানানো ককটেলও তাদের কাছ থেকে উদ্ধার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪টি কচ্ছপ ও ৭/৮টি কুচিয়া উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখার সময় আটককৃতদের বিরুদ্ধে বন্য প্রাণী আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়।