আমাদের নিকলী ডেস্ক ।।
ক্রোয়েশিয়ার কাছে তিন গোল হজম করার পর থেকে মেসির ওপর রেগে আছেন আর্জেন্টিনার সমর্থকরা। দলের ব্যর্থতার পর লিওনেল মেসিকে হাতের নাগালে না পেয়ে তার স্ত্রী আন্তনেল্লা রোকুজ্জোকেই সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করা হয়েছে!
ছোট্ট ছেলে সিরোকে কোলে নিয়ে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছিলেন আন্তনেল্লা। ক্যাপশনে লিখেছিলেন, ‘গো ড্যাডি’।
সেই ছবি দেখেই রেগে আগুন আর্জেন্টাইন সমর্থকরা। ছবির নিচে একজন লিখেছেন, ‘তোমার পাপি একজন লুজার’। আরেকজন লিখেছেন, ‘সিরোর পাপি খুব শিগগিরি ঘরে ফিরবে। আর্জেন্টিনা ছিটকে গেলেই।’
অন্য আরেক সমর্থকের মন্তব্য, ‘আন্তনেল্লা তুমি কি তোমার স্বামীকে বলবে, নাইজেরিয়া ম্যাচে একটু ভদ্রস্থ ফুটবল খেলতে?’
আন্তনেল্লার পেজেই একজন লিখেছেন, ‘গো লিও! বাড়িতে গিয়ে যা করার করো’।
‘মেসি কি বিশ্বকাপ খেলছে? নাকি পাড়া ফুটবল?’ ‘তাকে খালি বার্সেলোনার হয়ে খেলতে বলো’- এমন ধরনের মন্তব্যও ছুঁড়ে দিয়েছেন কেউ কেউ।
তবে কোনও মন্তব্যেরই জবাব দেননি আন্তনেল্লা।
সূত্র : আক্রমণের শিকার মেসির স্ত্রী [চ্যানেল আই অনলাইন, ২৩ জুন ২০১৮]