আমাদের নিকলী ডেস্ক ।।
বাজিতপুরে তুচ্ছ বিষয়ে কথা কাটাকাটির জেরে বৃদ্ধা মাকে রশি দিয়ে বেঁধে বটি দা দিয়ে গলা কেটে হত্যা করেছে বর্বর ছেলে। বুধবার (১ আগস্ট ২০১৮) সকালে উপজেলার গাজীরচর ইউনিয়নের সাদিরচর গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
সকাল সাড়ে ১০টার দিকে মা রেহেনা আক্তারকে (৬৫) গলা কেটে হত্যার পর পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী ঘাতক সাদ্দাম হোসেনকে (২৬) আটক করে পুলিশে দিয়েছে। নিহত রেহেনা আক্তার সাদিরচর গ্রামের অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মচারী নূরুল ইসলামের স্ত্রী।
ঘাতক সাদ্দাম হোসেন কুমিল্লায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়েও মাদকে আসক্ত হওয়ায় কোর্স সম্পন্ন করতে পারেনি। সাদ্দাম হোসেন বাবা-মায়ের দুই ছেলের মধ্যে ছোট।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার (১ আগস্ট ২০১৮) সকালে তুচ্ছ বিষয় নিয়ে মা রেহেনা আক্তারের সাথে ছেলে সাদ্দাম হোসেনের কথা কাটাকাটির ঘটনা ঘটে। ক্ষিপ্ত সাদ্দাম এক পর্যায়ে মাকে রশি দিয়ে বেঁধে ফেলে। পরে ঘরে থাকা বটি দা চালিয়ে দেয় মা রেহেনা আক্তারের গলায়। এতে ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে রেহেনা আক্তারের মৃত্যু হয়।
মায়ের গলাকাটা লাশ বাড়িতে ফেলে রেখে পালিয়ে যাওয়ার সময় বড়খাল এলাকায় এলাকাবাসী ঘেরাও দিয়ে সাদ্দাম হোসেনকে আটক করেন। সাদ্দামকে আটকে রেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে বাজিতপুর থানার ওসি মো. সাইফুর রহমান মজুমদার পিপিএম-এর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এছাড়া নিহত রেহেনা আক্তারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি মো. সাইফুর রহমান মজুমদার পিপিএম জানান, ঘাতকপুত্র সাদ্দাম হোসেন মাদকাসক্ত বলে পরিবার ও এলাকাবাসী জানিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সূত্র : বাজিতপুরে মাকে বেঁধে জবাই করে হত্যা, ঘাতক ছেলে আটক [কিশোরগঞ্জ নিউজ, ১ আগস্ট ২০১৮]