নিকলীতে নিরাপদ সড়ক চেয়ে শিক্ষার্থীদের কর্মসূচি (ভিডিওসহ)

বিশেষ প্রতিনিধি ।।

সারা দেশের ন্যায় নিকলীতেও শনিবার (৪ আগস্ট ২০১৮) সকালে কোমলমতি শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে। নিরাপদ সড়কের দাবিতে মিছিল নিয়ে উপজেলা পরিষদের সামনের রাস্তায় গাড়ি চলাচলের বৈধতা পরীক্ষা করে।

জানা যায়, বাস চাপায় স্কুল শিশুদের মৃত্যুর ঘটনায় সারা দেশে চলমান নিরাপদ সড়ক আন্দোলন। এই কর্মসুচির অংশ হিসাবে ৯ দফা দাবি নিয়ে নিকলী জিসি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা নানা রকম শ্লোগান ও প্লেকার্ড হাতে নিয়ে মিছিল করে। উপজেলার প্রধান প্রধান সড়ক ঘুরে তারা উপজেলা পরিষদের সামনে যায়। এ সময় চলমান গাড়ি থামিয়ে বৈধ কাগজপত্র আছে কি না তা পরীক্ষা করে।

আন্দোলনের সমন্বয়কারি নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ কলেজের শিক্ষার্থী শ্যামল জানায়, আমরা আর কোনো সতীর্থের লাশ চাই না। তাই অবৈধ গাড়ি চলাচলে সচেতনতা সৃষ্টিতে কাজ করছি। সকল যানবাহনসহ অটো রিকশাগুলির এবং এর চালকদেরও লাইসেন্স দাবি করছি।

ছবি ও ভিডিও Erfan Khan (অপরাধী)-এর টাইমলাইন থেকে

Similar Posts

error: Content is protected !!