নিকলী জিসি উচ্চ বিদ্যালয় সরকারিকরণে দলিল হস্তান্তর

আবদুল্লাহ আল মহসিন, বিশেষ প্রতিনিধি ।।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে সরকারিকরণে নিকলী জিসি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের স্থাবর অস্থাবর সকল সম্পত্তির দলিল হস্তান্তর সম্পন্ন হয়েছে।

সোমবার (৬ আগস্ট ২০১৮) সকাল ১১টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিসে আনুষ্ঠানিকভাবে দলিল হস্তান্তর করা হয়।

দলিল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি কারার গিয়াস উদ্দিন আহমদ, নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ইয়াহ ইয়া খান, ভূমি কর্মকর্তা আসাদুজ জামান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন, নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ কারার মাহমুদা পারভীন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী নুরুল আমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান হাবিব, একাডেমিক সুপারভাইজার আরাধন দেব, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি এবি সিদ্দিক, মুক্তিযোদ্ধা হামিদ আলী প্রমুখ।

উপজেলা সাব-রেজিস্ট্রার কর্মকর্তা মোজাফফর হোসেনের হাতে প্রধান শিক্ষক কারার আবদুর রশিদ দলিল তুলে দেন। প্রধান শিক্ষক বলেন, এর মাধ্যমে জাতীয়করণের প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম হয়েছে। এখন কেবল জিও আসার অপেক্ষা করতে হবে।

 

Similar Posts

error: Content is protected !!