হাটহাজারীতে নবনির্মিত সেতু উদ্বোধন করলেন ব্যারিস্টার আনিস

মাহমুদ আল আজাদ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি ।।

চট্টগ্রামের হাটহাজারী এলাকাবাসী দীর্ঘদিন ধরে দুর্ভোগের শিকার হয়ে আসছেন একটি সেতু না থাকায়। অবশেষে বহু কাঙ্ক্ষিত সেতুটি নির্মাণ করে উদ্বোধনের কাজও সম্পন্ন হয়। আজ শনিবার (১১ আগস্ট ২০১৮) হাটহাজারীর ফটিকা-আবদুল লতিফ উকিল সড়কের ফটিকা মরা ছড়ার উপরে দুর্যোগ ব্যবস্থাপনার অধীনে ২৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুটি উদ্বোধন করেছেন পরিবেশ ও বনমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।

শনিবার দুপুর ১২টায় পৌর এলাকার কড়িয়ার দিঘীরপাড়া এলাকাবাসীর উপস্থিতিতে এ সেতুটি উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে মন্ত্রী এ সড়কটি পরবর্তীতে কার্পেটিংয়ের মাধ্যমে উন্নয়ন করবেন বলেও আশ্বাস দেন। এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণে কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সেতুটি নির্মাণ হওয়ার ফলে মেখল ইউনিয়ন এলাকার সাথে পৌর সদরের যোগাযোগ ব্যবস্থা দৃঢ় হওয়ায় দুর্ভোগ থেকে মুক্তি পেয়েছে বলেও এলাকাবাসী মন্তব্য করেন।

উক্ত সেতুটি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন্স বিভাগের ডাঃ এল, এ কাদেরী, উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব মোঃ ইউনুছ গনি চৌধুরী, উপজেলা চেয়ারম্যান মাহবুব আলম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার আকতার উননেছা শিউলী, উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নিয়াজ মোর্শেদ ও পৌর সহায়ক কমিটির সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধি জাফর মেম্বার প্রমুখ।

পরে একই এলাকার ফটিকা রহমানীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত দুই তলা ভবনের উদ্বোধনও করেন মন্ত্রী। পাশাপাশি স্কুলসংলগ্ন মোহাম্মদপুর সড়কের কাজের উদ্বোধন করেন তিনি। এসময় মন্ত্রী বলেন, বর্তমান সরকারের অধীনে সারা দেশের ন্যায় হাটহাজারী উপজেলাতেও উন্নয়নয়ের ছোঁয়া লেগেছে। উপজেলা জুড়ে কোনো এলাকায় একটিও কাঁচা রাস্তা রাখা হবে না। এ উপজেলাকে দেশের অন্যান্য উপজেলার মতো উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত করা হবে।

Similar Posts

error: Content is protected !!