নিকলীতে গজা খেয়ে এক পরিবারের ৫জন হাসপাতালে

বিশেষ প্রতিনিধি ।।

নিকলীতে গজা (মিষ্টিজাতীয় খাবার) খেয়ে একই পরিবারের শিশুসহ ৫জন গুরুতর অসুস্থ্য হওয়ায় সোমবার (১৩ আগস্ট ২০১৮) সকালে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অসুস্থ্যরা হলেন গৃহকর্তা বাহার উদ্দিন (৩৮), স্ত্রী জুনু বেগম (৩৩), তাদের কন্যা নাসরিন (১৭), জেরীন (১৩) ও হাছমা (১০)।

জানা যায়, রোববার রাতে নিকলী উপজেলা সদরের পুকুরপাড় গ্রামের চা দোকানি বাহার উদ্দিন পুরান বাজার থেকে একটি কাঁঠাল ও একই বাজারের হাফগেইট নামক রেস্টুরেন্ট থেকে গজা কিনে বাড়িতে নেন। রাতে ৩ মেয়ে ও স্ত্রীকে নিয়ে খেয়ে ঘুমিয়ে পড়েন। সোমবার সকাল থেকে সবার পেট ব্যথা ও পাতলা পায়খানা শুরু হয়।

বাহার উদ্দিন জানান, বড় মেয়ে নাসরিন কাঁঠাল খায়নি। শুধু গজা খেয়েছে। তাই ধারণা করছি গজাতেই কোনো সমস্যা ছিলো।

হাফগেইট রেস্টুরেন্ট মালিক দেবব্রত সরকার বলেন, আমাদের তৈরি গজা অনেকেই খাচ্ছেন। কারো কোনো সমস্যার কথা শুনিনি। তাদের অসুস্থতা অন্য কিছু থেকে হতে পারে।

হাসপাতাল সূত্র জানায়, কি কারণে তারা অসুস্থ্য হয়েছে বলা যাচ্ছে না। ১২ ঘণ্টার মধ্যে পূর্ণ নিয়ন্ত্রণ না হলে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হবে। পরীক্ষা-নিরীক্ষার পর বলা যাবে কেন সবাই একসাথে অসুস্থ হয়েছে।

Similar Posts

error: Content is protected !!