অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রোনালদো

আমাদের নিকলী ডেস্ক ।।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রোনালদো নাজারিও। তার অবস্থা খারাপ হওয়ায় হাসপাতালের ইনটেনসিভ কেয়ারে রাখা হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তার শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে।

এক সপ্তাহ আগে স্পেনের ইবিজাতে ছুটি কাটাতে এসেছিলেন রোনালদো। শুক্রবার তার শারীরিক অবস্থার অবনতি হলে ক্যান মিসেস হাসপাতালে ভর্তি করা হয়। রাতে রোনালদোর অনুরোধে নুয়েস্ত্রো সেনোরা ক্লিনিকে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসা চলছে তার।

রোববার (১২ আগস্ট ২০১৮) সন্ধ্যায় টুইটারে রোনালদো লেখেন, ইবিজাতে এসে হঠাৎ আমার ফ্লু হয়েছিল। কিন্তু এখন আর কোনও ভয় নেই।

রোনালদো নাজারিও ব্রাজিলের হয়ে ৯৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৬২টি গোল করেন। ১৯৯৪ এবং ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি।

ক্লাব পর্যায়ে রোনালদো খেলেছেন রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ইন্টার মিলান ও এসি মিলানের মতো বিশ্বসেরা ক্লাবে। ২০১১ সালে ফুটবল ক্যারিয়ারের ইতি টানে কিংবদন্তী এ ফুটবলার।

সূত্র : যুগান্তর, ১৩ আগস্ট ২০১৮

Similar Posts

error: Content is protected !!