কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা ।।
কিশোরগঞ্জের কটিয়াদীতে শাহানা আক্তার (৪০) নামে এক গৃহবধূ নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন। শাহানা আক্তার উপজেলার চান্দপুর ইউনিয়নের দড়ি চারিয়া গ্রামের কৃষক আলাল উদ্দিনের স্ত্রী।
ঘটনাটি ঘটেছে সোমবার সকালে দড়ি চারিয়া গ্রাম সংলগ্ন কুড়িখাই নদীতে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার ভোরে শাহানা আক্তার বাড়িসংলগ্ন নদীতে গোসল করতে গেলে দীর্ঘ সময় ঘরে ফিরে না আসায় স্বজনরা নদীর ঘাটে খোঁজ নিতে গিয়ে দেখেন তার লাশ পানিতে ভাসছে। সংবাদ পেয়ে পুলিশ নদী থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
কটিয়াদী মডেল থানার ওসি জাকির রব্বানী বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহালে শরীরের কোথাও কোনো আঘাত বা ক্ষত পাওয়া যায়নি। পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।