বসবাসের অনুপযোগী দ্বিতীয় অবস্থানের শহর ঢাকা

আমাদের নিকলী ডেস্ক ।।

এবারও ঢাকা রয়েছে তালিকায়। তবে একটু নীচের দিকে। বলছি, বিশ্বে বসবাসের সবচেয়ে বেশি অনুপোযোগী নয়টি শহরের কথা। নতুন তালিকাতে ঢাকা রয়েছে দ্বিতীয় অবস্থানে। চলুন দেখে নেই পুরো তালিকাটা।

দামেস্ক, সিরিয়া
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের তালিকায় বসবাসের জন্য বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট দশ শহরের মধ্যে সবার উপরে রয়েছে সিরিয়ার রাজধানী দামেস্কের নাম। গত কয়েক বছর ধরে গৃহযুদ্ধে বিপর্যস্ত সিরিয়া। তা সত্ত্বেও যুদ্ধ থামার কোনো ইঙ্গিত নেই।

ঢাকা, বাংলাদেশ
বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে তালিকার দ্বিতীয় অবস্থানে।

লাগোস, নাইজেরিয়া
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের তালিকায় বসবাসের জন্য নিকৃষ্ট দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে লাগোসের নাম। নাইজেরিয়ার সবচেয়ে বড় এই শহরটি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে পরিচিত।

করাচি, পাকিস্তান
বিভিন্ন সন্ত্রাসী হামলার জন্য মাঝেমাঝেই সংবাদ শিরোনামে জায়গা করে নেয় পাকিস্তানের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর করাচি।

পোর্ট মোরসবি, পাপুয়া নিউগিনি
পাপুয়া নিউগিনির সবচেয়ে বড় শহর এবং রাজধানী পোর্ট মোরসবি। সমুদ্র উপকূলবর্তী শহরটির আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। সাম্প্রতিক সময়ে সেখানে সাংবাদিকদের উপর হামলার ঘটনাও ঘটেছে।

হারারে, জিম্বাবোয়ে
জিম্বাবোয়ের রাজধানী এবং সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর হারারে। সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিক সুযোগসুবিধা মোটেই সন্তোষজনক নয়।

ত্রিপোলি, লিবিয়া
মুয়াম্মার গাদ্দাফির মৃত্যুর পর লিবিয়ার পরিস্থিতি ভালো হবে ধারণা করেছিল পশ্চিমা সমাজ। তাদের সে ধারণা ভুল প্রমাণিত হয়েছে। বরং লিবিয়ায় বিভিন্ন গোষ্ঠীর মধ্যে লড়াই প্রকট আকার ধারণা করেছে।

ডুয়ালা, ক্যামেরুন
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের তালিকায় অষ্টম অবস্থানে রয়েছে ক্যামেরুনের সবচেয়ে বড় শহর ডুয়ালা।

আলজিয়ার্স, আলজেরিয়া
আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সও রয়েছে তালিকায়। দেশটির সবচেয়ে বড় এই শহরে ৩৫ লাখ মানুষ বসবাস করেন।

সূত্র : ডয়চে ভেলে, ১৪ আগস্ট ২০১৮

Similar Posts

error: Content is protected !!