কুলিয়ারচরে বাসচাপায় সিএনজি’র তিন যাত্রী নিহত

আমাদের নিকলী ডেস্ক ।।

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাসচাপায় একটি সিএনজির তিন যাত্রী নিহত হয়েছেন। বুধবার (১৫ আগস্ট ২০১৮) বিকাল ৪টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ সড়কের কুলিয়ারচরের কোণাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম আবুল হোসেন (১৮), বাবার নাম ইদু মিয়া, বাড়ি বাজিতপুরে। অন্যদের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

ভৈরব হাইওয়ে থানার ওসি তরিকুল ইসলাম জানান, “যাতায়াত পরিবহনের একটি যাত্রীবাহী বাস কিশোরগঞ্জ থেকে ঢাকার দিকে যাচ্ছিল। আর সিএনজিটি কিশোরগঞ্জ থেকে যাচ্ছিল ভৈরবের দিকে। কোণাপাড়া এলাকায় ওভারটেক করার সময় বাসটি সিএনজিকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।”

সূত্র : বাংলা ট্রিবিউট, ১৫ আগস্ট ২০১৮

Similar Posts

error: Content is protected !!