বগুড়ার মহাসড়কে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১ : আহত ৩

মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।

বগুড়ার মহাস্থানের অদূরে গোকুল আশা (এনজিও) সমিতির সন্নিকটে আজ (বৃহস্পতিবার ৬ সেপ্টেম্বর ২০১৮) সকালে বগুড়া-রংপুর মহাসড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ঝড়ে গেল আবুলের তরতাজা প্রাণ।

এ ঘটনায় সিএনজি অটোরিকশা দুমড়ে মুচড়ে আহত হয়েছে আরো ৩ জন। আহতদের অবস্থা আশংকাজনক বলে স্থানীয়রা জানিয়েছেন।

নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার কিচক আলাদীপুর গ্রামের মৃত হাসেন আলীর পুত্র আবুল হোসেন (৪৫) বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল আনুমানিক ৬টায় ঢাকা-রংপুর মহাসড়কের গোকুল ইউনিয়ন পরিষদের পাশে আশা ব্যাংকের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে ঢাকা থেকে রংপুরগামী একটি মাছবাহী ট্রাকের সাথে বগুড়াগামী একটি থ্রি-হুইলার সিএনজি অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে এক অটোরিকশা যাত্রীর মৃত্যু হয়। আহত হয় ৩জন।

আহতদের দ্রুত উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) ভর্তি করা হয়। ঘটনার সংবাদ পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে তাদের হেফাজতে নেয়। এ ঘটনায় বগুড়া-মহাস্থানের মহাসড়কে আতঙ্কে সকল সিএনজিচালিত অটোরিকশা চলাচল কিছু সময় বন্ধ থাকে।

Similar Posts

error: Content is protected !!