মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে “বঙ্গবন্ধু গোল্ডকাপ” জাতীয় ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব ১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলার মশাদিয়া ফুটবল মাঠে বিপুল দর্শকের উপস্থিতিতে খেলার ফাইনালে অংশগ্রহণ করে করাব ইউনিয়ন ফুটবল টিম ও লাখাই ইউনিয়ন ফুটবল টিম। উত্তেজনাকর খেলার এক পর্যায় উভয় দল ২-২ গোলে ড্র করে। পরে টাইব্রেকারে জয় ছিনিয়ে নেয় লাখাই ইউনিয়ন ফুটবল টিম।
লাখাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওবায়েদুর রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিজয়ী লাখাই ইউনিয়ন ফুটবল টিমের হাতে ট্রপি তুলে দেন প্রধান অতিথি লাখাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যানদ্বয়, লাখাই থানা অফিসার ইনচার্জ ইমরান হোসেন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এনামুল হক মামুন, আরিফুল ইসলাম রুপম, আবুল কাশেম মোল্লা ফয়সল, রফিকুল ইসলাম মলাই, শেখ মুক্তার হোসেন বেনু, ইঞ্জিনিয়ার আব্দুল হাই কামাল, প্রধান শিক্ষক আমীরুল ইসলাম আলম, প্রধান শিক্ষক নুরুল আমিন, প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট আলীনোয়াজ, সাংবাদিক মহসিন সাদেক প্রমুখ।