ধামইরহাটে বিজিবির হাতে অস্ত্রসহ আটক এক

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

ধামইরহাটে বিজিবি অস্ত্রসহ একজনকে আটক করেছে। পত্নীতলা ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো. জাহিদ হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৬ সেপ্টেম্বর ভোর সাড়ে ৫টায় ১৪ বিজিবি’র অধীনস্থ কড়িয়া কোম্পানি কমান্ডার সুবেদার মোঃ আব্বাস আলী দেওয়ানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল পাগলা দেওয়ান বিওপি’র মেইন পিলার ২৭২/৬-এস সংলগ্ন পশ্চিম রুপনারায়নপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে মোঃ শাফায়েত হোসেনর (৩৫) বাড়ি তল্লাশি করে দেশীয় ১টি সুটার গানসহ তাকে আটক করা হয়।

যার সিজার মূল্য ১০,০০০/- টাকা। তার অস্ত্রের সাথে কোনো এ্যামুনেশন পাওয়া যায়নি। আটককৃত আসামিদের অস্ত্র আইনের মামলা দিয়ে ধামইরহাট থানায় প্রেরণ করা হয়েছে মর্মে বিজিবি জানায়।

উল্লেখ্য, চলতি মাসের ১০ সেপ্টেম্বর একই এলাকা থেকে ১৪ বিজিবি ১ রাউন্ড গুলিসহ আরো একটি অস্ত্র উদ্ধার করেছিল। তবে পরিত্যক্ত অবস্থায় পাওয়ায় বিজিবি ওই স্থানে কড়া নজরদারি রেখেছিল বলে জানিয়েছেন অধিনায়ক জাহিদ হাসান। যার ফলশ্রুতিতে আজ অস্ত্রসহ ১ জনকে আটক করা হয়েছে।

সম্প্রতি সীমান্তবর্তী ধামইরহাট এলাকায় প্রায় অস্ত্র উদ্ধার সকলকেই ভাবিয়ে তুলেছে।

Similar Posts

error: Content is protected !!