“পরকীয়াকে অপরাধ বলা যায় না”

আমাদের নিকলী ডেস্ক ।।

ভারতীয় সুপ্রিম কোর্ট বলেছেন, পরকীয়া অপরাধ নয়। ইনফোশর্টস গণমাধ্যম জানায়, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আদালত ১৫০ বছরের পুরোনো এক আইন বাতিল করলেন।

নতুন আইনে পরকীয়াকে আর অপরাধ বলে গণ্য করা হবে না। রায়ে পুরোনো আইনটিকে সংবিধানবিরুদ্ধ বলা হয়েছে।

রায় পড়ার সময় ভারতের প্রধান বিচারপতি দীপক মিশ্র বলেন, “সন্দেহ নেই, পরকীয়া বিবাহবিচ্ছেদের অন্যতম কারণ, কিন্তু একে অপরাধ বলা যায় না।”

এ ছাড়া স্বামী স্ত্রীর মনিব নন বলে উল্লেখ করেন প্রধান বিচারপতি দীপক মিশ্র। তিনি বলেন, “সমতা হলো যেকোনো ব্যবস্থার চালিকা শক্তি। স্বামী মানেই স্ত্রীর মনিব নয়। ৪৯৭ ধারা স্পষ্টভাবেই নারীর জন্য অবমাননাকর। নারীকে হেয় করার যেকোনো আইনই সংবিধান পরিপন্থী।”

ছবিটি প্রতীকী

সূত্র : প্রথম আলো, ২৭ সেপ্টেম্বর ২০১৮

Similar Posts

error: Content is protected !!