অবিশ্বাস! রেকর্ড গড়া বোলিং ফিগার : ৪-৩-১-৫

আমাদের নিকলী ডেস্ক ।।

প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ ৯ রান! জবাবে খেলতে নেমে প্রথম ওভারে প্রতিপক্ষের নেই ২ উইকেট। সব মিলিয়ে ২০ রানে উইকেট পড়েছে ১০টি! ক্রিকেটে এমন বিরল স্কোরকার্ডের দেখা মেলে না। আইসিসির এশিয়া অঞ্চলের টি-টোয়েন্টি বাছাইয়ে তেমনই এক অবিশ্বাস্য স্কোরকার্ডের জন্ম দিয়েছে মিয়ানমার ও মালয়েশিয়া।

কুয়ালালামপুরে বাছাই পর্বের ম্যাচে বৃষ্টিও ছিলো প্রতিবন্ধক। শুরুতে খেলতে নেমে মিয়ানমার তাসের ঘরের মতো ভেঙে পড়বার মতো অবস্থায় ছিলো। বৃষ্টির হানায় অলআউট আর হতে হয়নি। তবে ১০.১ ওভারে ৮ উইকেট হারিয়ে বসে মাত্র ৯ রানে! অবিশ্বাস্য এমন স্কোরকার্ডের জন্ম দিতে ডাক মেরেছেন ৬ ব্যাটসম্যান। মালয়েশিয়ার পাভানদীপ সিং ৪ ওভারে ১ রানের বিনিময়ে নিয়েছেন ৫ উইকেট। খেলতে নামা মিয়ানমার খুব বেশি সুবিধা করতে পারেনি ব্যাট হাতে। যারা স্কোর করেছেন তাদের ব্যাট থেকে সিঙ্গেলের বেশি রান আসেনি।

মিয়ানমার ইনিংসে বৃষ্টি নামলে ম্যাচের পরিধি হয়ে আসে আরও ছোট। মালয়েশিয়ার লক্ষ্য দাঁড়ায় ৮ ওভারে মাত্র ৬ রান। এমন মামুলি লক্ষ্য পেয়েও সূচনাটা আদর্শ হয়নি তাদের। প্রথম ওভারে ডাক মেরে বিদায় নেন দুই ওপেনার। তবে জয় পেতে অপেক্ষায় থাকতে হয়নি মালয়েশিয়াকে। ১.৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত হয় মালয়েশিয়ার। শেষ বলে ওভার বাউন্ডারি মেরে জয়ের বন্দরে নোঙর ফেলেন সুহান আলাগারাথনাম।

সূত্র : বাংলা ট্রিবিউন, ১১ অক্টোবর ২০১৮

Similar Posts

error: Content is protected !!