ইমরান হোসেন আলমগীর, নিজস্ব প্রতিনিধি ।।
নিকলীতে বৃহস্পতিবার (১৮ অক্টোবর ২০১৮) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল-এর ৫৪তম জন্মদিন পালন করেছে “শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ” উপজেলা শাখা।
কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী অজয় কর খোকনের পক্ষ থেকে সংগঠনটির উদ্যোগে আয়োজন ছিলো কেক কাটা, মিষ্টি বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল।
নিকলী নতুন বাজারে বৃহস্পতিবার (১৮ অক্টোবর ২০১৮) জন্মদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম রহমান গোলাপ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আশরাফ উদ্দিন আসাদ।
অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড যুবলীগ সভাপতি সাইদুর রহমান মেম্বার, উপজেলা ছাত্রলীগ সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগ নেতা তানজিল হোসেন বিপ্লব, কাউসারুল আলম, মোবারক হোসেন, মোঃ আনোয়ার সাদাত, শাহ্ আলামিন মাহমুদ, সদর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি বেলাল হোসেন, ছাত্রলীগ নেতা ইমরান হোসেন আলমগীর, নেতা চয়ন মাহমুদ জেরিন, আশিকুর রহমান সোহাগ, মেহেদী হাসান জয়, আকাশ রহমান, জাহিদ হাসান বিজয় ও ইমাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন “শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ” উপজেলা শাখা সভাপতি শেখ কিবরিয়া। সংগঠনের সাধারণ সম্পাদক মোয়াজ হোসেন উজ্জ্বলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।