নিকলী নাট্যদলের অংশগ্রহণে ১০ নভেম্বর মঞ্চস্থ হবে “অবাক জলপান”

নিজস্ব প্রতিনিধি ।।

বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ কিশোরগঞ্জের উদ্যোগে নভেম্বর মাসে দুই দিন ব্যাপী নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে। ১৫তম কিশোরগঞ্জ মানবাধিকার নাট্য উৎসব উদ্বোধন করবেন আশির দশকে নাট্যাঙ্গন কাঁপানো মঞ্চাভিনেতা, নির্দেশক, খ্যাতিমান মুকাভিনেতা, কিশোরগঞ্জের নাট্যপ্রাণ মানুষ আলজুস ভূঞা।

কিশোরগঞ্জ জেলা সদরের পরম চত্বর (আখড়া বাজার)-এ আগামী ৯ ও ১০ নভেম্বর আয়োজিত দুই দিনব্যাপী নাট্যোৎসবের দ্বিতীয় দিন মঞ্চস্থ হবে নাটক “অবাক জলপান”। বিকাল সাড়ে ৫টার নাটকটির রচয়িতা সুকুমার রায়।

বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ, কিশোরগঞ্জ জেলা শাখার আমন্ত্রণে নিকলী নাট্যদলের অংশগ্রহণে “অবাক জলপান” নাটকটির নিদের্শনা দেবেন নিকলীর কৃতি সন্তান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিষয়ের শিক্ষার্থী শেখ মোবারক হোসাইন সাদী।

আগামী ১০ নভেম্বর শনিবার বিকাল সাড়ে ৫টায় মঞ্চস্থ হতে যাওয়া নাটক “অবাক জলপান” দেখার জন্য সংস্কৃতিমনা সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

Similar Posts

error: Content is protected !!