বিপিএল ২০১৯ নিলামে খেলোয়াড়দের পূর্ণাঙ্গ তালিকা

আমাদের নিকলী ডেস্ক ।।

রোববার (২৮ অক্টোবর ২০১৮) অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২০১৯ মৌসুমের নিলাম। সরাসরি চুক্তি করার হিসেবে ডেভিড ওয়ার্নার ও এবি ডি ভিলিয়ার্সের নাম সবচেয়ে বড়।

ডেভিড ওয়ার্নারের সাথে চুক্তি করেছে সিলেট সিক্সার্স। এবি ডি ভিলিয়ার্সকে দলে নিয়েছে রংপুর রাইডার্স।

দলগুলো ছয়জন করে ক্রিকেটার আগেই নিশ্চিত করেছে। যাদের মধ্যে চারজনকে আগের মৌসুম থেকে ধরে রাখার সুযোগ ছিল। আরো দুজন ক্রিকেটার যারা আগের মৌসুমে খেলেননি তাদের সাথে সরাসরি চুক্তি করার সুযোগ ছিল।

বিদেশি ক্রিকেটারদের মধ্যে বড় নামগুলোর সাথে আগেই চুক্তি থাকায় নিলামের দিন মূলত বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে কাড়াকাড়ি হয়েছে দলগুলোর মধ্যে। শহীদ আফ্রিদি খেলবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। আফগানিস্তান প্রিমিয়ার লিগে ছয় বলে ছয়টি ছক্কা হাকানো হজরতুল্লাহ যাযাই যোগ দেবেন ঢাকা ডায়নামাইটসে।

নিলামের আগে কেবল মাত্র মুশফিকুর রহিমের দল নিয়ে সংশয় ছিল। কিন্তু ড্রাফট শুরুর আগেই চিটাগং ভাইকিংস মুশফিককে দলে নেয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ইতিহাসের তৃতীয় সফলতম ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

সিলেট সিক্সার্স আফিফ হোসেনকে দলে নিয়েছে। সৌম্য সরকারকে নিয়েছে রাজশাহী কিংস। মোসাদ্দেক হোসেন সৈকতের দল চিটাগং ভাইকিংস। আবু হায়দার রনির ঠিকানা কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জহুরুল ইসলাম ও অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটার শরিফুল ইসলামকে দলে নিয়েছে খুলনা টাইটানস।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল প্লেয়ার ড্রাফট ২০১৯-এর তালিকা
ঢাকা ডায়নামাইটস : সাকিব আল হাসান, সুনিল নারিন, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, হজরতুল্লাহ যাযাই, রুবেল হোসেন, নুরুল হাসান, রনি তালুকদার, শুভাগত হোম, এন্ড্রু বার্চ, ইয়ান বেল, কাজী অনিক, মিজানুর রহমান, আসিফ হাসান, শাহাদাৎ হোসেন রাজিব, নাইম শেখ।

রংপুর রাইডার্স : মাশরাফি বিন মোত্তর্জা, নাজমুল অপু, ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস, শফিউল ইসলাম, সোহাগ গাজি, ফরহাদ রেজা, মেহেদি মারুফ, রবি বোপারা, রিলি রুশো, নাহিদুল ইসলাম, নাদিফ চৌধুরী, আবুল হাসান রাজু, বেনি হাওয়েল, ফারদিন হোসেন অনি, ওশানে থমাস।

রাজশাহী কিংস : মুমিনুল হক, সেকুগে প্রসন্ন, রায়ান টেন ডেসকাটে, মোহাম্মদ সামি, কামরুল ইসলাম রাব্বি, মারশাল আইয়ুব, লরি ইভান্স, ইসুরু উদানা, আলাউদ্দিন বাবু, আরাফাত সানি, ফয়জলে মাহমুদ রাব্বি, সৌম্য সরকার, জাকির হাসান, ক্রিস্টিয়ান জোনকার, কাইস আহমেদ, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স : তামিম ইকবাল, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, শোয়েব মালিক, আসেলা গুনারত্ন, লিয়াম ডসন, সাইফ উদ্দিন, ইমরুল কায়েস, আবু হায়দার রনি, এনামুল বিজয়, জিয়াউর রহমান, মেহেদি হাসান, মোশাররফ রুবেল, মোহাম্মদ শহীদ, শামসুর রহমান, সঞ্জিত সাহা, এভন লুইস, ওয়াকার সালমাখেল, আমের ইয়ামিন।

সিলেট সিক্সার্স : নাসির হোসেন, সাব্বির রহমান, সোহেল তানভির, লিটন দাস, ডেভিড ওয়ার্নার, সন্দিপ লামিছানে, আফিফ হোসেন, আল আমিন হোসেন, তৌহিদ হৃদয়, আন্দ্রে ফ্লেচার, গুলবাদিন নাইব, অলক কাপালি, এবাদত হোসেন, নাবিল সামাদ, মোহাম্মদ ইরফান, ফ্যাবিয়ান অ্যালেন, মেহেদি হাসান রানা, তাসকিন আহমেদ।

খুলনা টাইটানস : মাহমুদুল্লাহ, কার্লোস ব্র্যাথওয়েট, দাউইদ মালান, আলি খান, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, আল আমিন, তাইজুল ইসলাম, জহুরুল ইসলাম, শরিফুল ইসলাম, জহির খান, রাদারফোর্ড, শুভাশিষ রয়, জুনাইদ সিদ্দিকি, তানভির ইসলাম, মাহিদুল অঙ্কন, লাসিথ মালিঙ্গা, ইয়াসির শাহ, ব্রেন্ডন টেলর।

চিটাগং ভাইকিংস : মুশফিকুর রহিম, লুক রঙ্কি, সিকান্দার রেজা, সানজামুল ইসলাম, মোহাম্মদ শাহজাদ, রবার্ট ফ্রাইলিঙ্ক, মোসাদ্দেক সৈকত, আবু জায়েদ রাহি, সৈয়দ খালেদ আহমেদ, নাইম হাসান, ক্যামেরন ডেলপোর্ট, দাসুন শনাকা, মোহাম্মদ আশরাফুল, রবিউল হক, শাদমান ইসলাম, নিহাদ উজ জামান, নাজিবুল্লাহ জাদরান।

রাজধানী ঢাকার একটি হোটেলে আয়োজিত হয়েছে এই ড্রাফট

সূত্র : বিবিসি বাংলা, ২৮ অক্টোবর ২০১৮

Similar Posts

error: Content is protected !!