নিকলীতে ভাতিজার হাতে সেনা সার্জেন্ট (অবঃ) খুন

বিশেষ প্রতিনিধি ।।

কিশোরগঞ্জের নিকলীতে মঙ্গলবার (৩০ অক্টোবর ২০১৮) সকালে বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধের জেরে শহীদুল্লাহ (৫৫) নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য খুন হয়েছেন। অভিযুক্ত ভাতিজা জিয়া রহমান (২৭) পলাতক রয়েছেন।

জানা যায়, নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের ধারীশ্বর গ্রামের মৃত আ. রশিদের পুত্র অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট শহীদুল্লাহ ও তার বৈমাত্রেয় বড়ভাই আউস আলীর সাথে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিলো। একাধিক দেন-দরবার হলেও বিষয়টি অমীমাংসিত থেকে যায়।

২৯ অক্টোবর এক সীমানা থেকে অন্য সীমানায় মুরগীর আসা-যাওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে তর্ক বাঁধে। এর সূত্র ধরে ঘটনার দিন সকালে শহীদুল্লাহ বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় ভাতিজা জিয়া রহমান ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে।

প্রতিবেশিরা দৌঁড়ে শহীদুল্লাহকে উদ্ধার করতে আসেন। এ সময় জিয়ার আঘাতে একই গ্রামের মইনুদ্দিনের পুত্র আ. ছামাদ (৪৫) আহত হন। আহতদের নিকলী হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক শহীদুল্লাহকে মৃত ঘোষণা করেন। ছামাদ চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর থেকে অভিযুক্ত জিয়া রহমানসহ তার পরিবারের লোকজন গা-ঢাকা দিয়েছেন।

নিকলী থানা পুলিশ শহীদুল্লাহর লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।

Similar Posts

error: Content is protected !!