নিউইয়র্কে ডাকাতদের ধাওয়া করা বাংলাদেশি যুবক নিহত

আমাদের নিকলী ডেস্ক ।।

নিউইয়র্কে এক মুদি দোকান থেকে টাকা লুট করার সময় বাধা দেয়ায় ডাকাতদের গুলিতে মোহাম্মদ রাসেল আহমেদ (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বাংলাদেশি অধ্যুষিত এস্টোরিয়ার বনফুল সুপার মার্কেটের সামনে স্থানীয় সময় গত শনিবার এ ঘটনা ঘটে।

বনফুল ও আশপাশের সিসি ক্যামেরার ভিডিও পর্যবেক্ষণ করে এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, তিন দুর্বৃত্ত পুলিশ পরিচয় দিয়ে ওই ডাকাতিতে অংশ নেয়।

ডাকাতরা টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় রাসেল তাদের পিছু ধাওয়া করেন। একপর্যায়ে এক ডাকাত পিস্তল থেকে গুলি ছুড়লে রাসেলের পায়ে লাগে। এর পর তিন ডাকাত একটি ভ্যানে চড়ে পালিয়ে যায়।

পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। সিলেটের ছেলে রাসেল আগে থাকতেন কুইন্সের জ্যামাইকায়। সাত মাস আগে তিনি সস্ত্রীক জ্যামাইকা থেকে এস্টোরিয়ায় চলে আসেন তার এক আত্মীয়ের দোকানে।

সূত্র : জাগো নিউজ, ১৯ নভেম্বর ২০১৮

Similar Posts

error: Content is protected !!