লাখাইয়ে স্কুলের ফ্লোর ধ্বসে প্রধান শিক্ষকসহ ২০ শিক্ষার্থী আহত

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।

হবিগঞ্জের লাখাই উপজেলার সুজনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ফ্লোর ধ্বসে প্রধান শিক্ষকসহ অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছে।

গত সোমবার দুপুরে এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহেরসহ আহত অন্য ছাত্রছাত্রীদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

লাখাই উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ জানান, প্রায় ৬ বছর আগে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে স্কুল ভবনটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু এরই মধ্যে ভবনের বারান্দার নিচের মাটি সরে যায়। ফলে এ অনাকাঙ্খিত দুর্ঘটনাটি ঘটে।

আহত প্রধান শিক্ষক আবু তাহের বলেন, আমরা প্রতিদিনের মতো স্কুলের কার্যক্রম শুরু করি। একটি ক্লাস শেষে শিক্ষার্থীরা বারান্দায় এলে হঠাৎ করে বারান্দার পাকা অংশ ধ্বসে যায়।

লাখাই থানার ওসি এমরান হোসেন জানান, আহত শিক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে সকলেই আশঙ্কামুক্ত।

Similar Posts

error: Content is protected !!