আমাদের নিকলী ডেস্ক ।।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কয়জন বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছেন তারা শপথ গ্রহণ করবেন না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এবারের নির্বাচন নিয়ে নানা অভিযোগ করে তার ফল প্রত্যাখানের ঘোষণা দিয়ে আসা বিএনপি বৃহস্পতিবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান ফখরুল।
তিনি বলেন, “শপথ পার হয়ে গেছে, প্রত্যাখ্যান করলে শপথ থাকে নাকি আর?… আমরা শপথ নিচ্ছি না, পরিস্কার করে বললাম।”
এসময় জাতীয় ঐক্যফ্রন্টের সব প্রার্থী আলাদাভাবে নির্বাচনের অনিয়ম ও কারচুপির বিষয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করবেন বলে জানান বিএনপি মহাসচিব।
সূত্র : সমকাল, ৩ জানুয়ারি ২০১৯