ছুঁয়ে দিলেন জয়ার হাত

স্টেডিয়ামেই ছিলেন শাকিব খান। বাংলাদেশ দলের ক্রিকেটার তিনি। লড়াই হচ্ছে পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে। হাড্ডাহাড্ডি লড়াই। এতে জিততেই হবে শাকিবদের। বুক ধুকধুক মুহূর্তে মাঠে এলেন জয়া আহসান। দেশের নামী মডেল তিনি। প্রেম চলছে শাকিবের সঙ্গে। জয়াকে দেখে ছুটে এলেন শাকিব। হাতের গ্লাভস খুললেন। মাঠের এক কোণে দাঁড়িয়ে ছুঁয়ে দিলেন জয়ার হাত।

দৃশ্য ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২’ ছবির। সাফিউদ্দিন সাফির পরিচালনায় দ্বিতীয়বারের মতো জুটিবদ্ধ হয়েছেন শাকিব-জয়া। ছবিটির প্রথম কিস্তি নিয়ে দর্শকদের তুমুল হৈচৈ তো দেখাই গেছে। খুব বেশিদিনের কথা নয়। এবারও দর্শকদের উৎসাহ বেশি বৈ কম হবে না বলে মনে করছেন সবাই।

https://www.flickr.com/photos/128704290@N04/15534066096/

টানা কয়েকদিন ধরে নারায়ণগঞ্জের ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামে খেলার অংশটুকুর দৃশ্যধারণ হয়েছে। বাঁধা হয়ে দাঁড়িয়েছিলো বৃষ্টি। সেটা উপেক্ষা করে কাজ শেষ করেছেন তারা। শুধু শাকিব-জয়া কিংবা ছবিটির কলাকুশলীরা নন, বৃষ্টি উপেক্ষা করে ছুটে এসেছিলো মানুষের স্রোত। সবার উদ্দেশ্য কাছ থেকে একনজর শাকিব-জয়াকে দেখা। সারাদিন বৃষ্টি মাথায় নিয়ে তারা ঠাঁয় বসে ছিলেন গ্যালারিতে।

‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী ২’ ছবিতে আরও অভিনয় করছেন ইমন, মৌসুমী হামিদ, ওমর সানি প্রমুখ। কাহিনী ও চিত্রনাট্য রুম্মান রশীদ খানের।

Similar Posts

error: Content is protected !!