বিশেষ প্রতিনিধি ।।
বৃহস্পতিবার (২৮ মার্চ ২০১৯) সকাল ৯টা থেকে নিকলী উপজেলা পরিষদ চত্বরে চাকুরি মেলা অনুষ্ঠিত হয়েছে। পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম (পপি)-রিকল প্রকল্পের আয়োজনে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষিত ৩১ জন চাকুরি প্রার্থী মেলায় অংশ গ্রহণ করে।
আয়োজক সূত্র জানায়, কম্পিউটার, সেলাই, বুটিক-বাটিক প্রিন্টসহ বিভিন্ন ট্রেডে নিকলী ও মিঠামইন উপজেলার শিক্ষিত বেকার শ্রেণিকে প্রশিক্ষণ দিয়ে জনশক্তিতে রূপান্তর করছে সংস্থাটি। এই শক্তিকে জাতীয় উন্নয়নে কাজে লাগানো এবং বেকারত্বের অভিশাপ হতে মানুষকে মুক্ত করতে বিভিন্ন দপ্তরের কাছে তাদের দক্ষতা উপস্থাপনই মেলাটির লক্ষ্য।
পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিন্টেশন (পপি)র রিকল কো-অর্ডিনেটর ফেরদৌস আলম জানান, প্রশিক্ষিতদের দক্ষতা ও নিয়োগদাতাদের পারস্পরিক যোগাযোগের সেতুবন্ধন এই মেলা। আশা করছি এ আয়োজনের ভিতর দিয়ে অন্তত একজন হলেও বেকারত্বের অভিশাপ মুক্ত হবে। এ উদ্যোগ চলমান থাকবে।