নরসিংদীতে শিক্ষা ও দারিদ্র্য দূরীকরণে জেলা প্রশাসককে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক ।।

হৃদয়মথিত অভিনন্দন ও সংবর্ধনায় সিক্ত হলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন

প্রাথমিক শিক্ষায় অসামান্য অবদানের জন্য শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৮ ও “কর্মসংস্থান নরসিংদী”-এর মাধ্যমে নরসিংদী জেলাকে বেকারমুক্ত করার প্রয়াসে জেলা পর্যায়ে ব্যক্তিগত ক্যাটাগরিতে জনপ্রশাসন পদক-২০১৯ এ ভূষিত হওয়ায় নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইনকে গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) উৎসবমুখর পরিবেশে নান্দনিক আয়োজনের মাধ্যমে শিবপুর উপজেলা মিলনায়তনে উপজেলা পরিষদ, প্রশাসন ও উপজেলা শিক্ষা পরিবার, বীর মুক্তিযোদ্ধাসহ শিবপুরের সুশীল সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে সংবর্ধনা দেয়া হয়।

উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর থেকে বর্তমান পর্যন্ত অবসর গ্রহণকারী প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করেন। ব্যতিক্রমী এ আয়োজনে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিষদের চেয়ারম্যান, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষকমণ্ডলী, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমের প্রতিনিধিসহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Similar Posts

error: Content is protected !!