ধামইরহাটে নারী ও শিশুর অধিকার সম্পর্কে ওরিয়েন্টেশন কর্মশালা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

ধামইরহাটে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক দিনব্যাপী এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর ১০টায় নওগাঁ জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা তথ্য অফিসার আবু সালেহ মো. মাসুদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়। কর্মশালায় ১৫ জন নারীসহ মোট ৪০ জন অংশগ্রহণকারীর উদ্দেশ্যে বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন ধামইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী মণ্ডল, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. আসাদুজ্জামান, সহকারী জেলা তথ্য কর্মকর্তা রুপ কুমার বর্মণ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব দেলদার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, প্রধান শিক্ষক এস.এম খেলাল-ই-রব্বানী, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, পুলিশের উপপরিদর্শক মহসিন আলী, নারীনেত্রী আনজু আরা বেগম প্রমুখ।

এই প্রকল্পের আওতায় ধামইরহাট উপজেলার বিভিন্ন স্থানে চলচিত্র প্রদর্শন, লোক-সংগীতানুষ্ঠান ও গ্রাম পর্যায়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে জেলা তথ্য কর্মকর্তা জানান।

Similar Posts

error: Content is protected !!