ভাটি মাল্টিপারপাস এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

গতকাল শুক্রবার ৪ মার্চ ভাটি (VATEE= Village Advancement for Technology, Education & Environment)-র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব ও বার্ষিক হিসাব বিবরণী উত্থাপন করেন ভাটি সমবায় সমিতির সভাপতি কারার মোশারফ হোসেন। সভায় ভাটি সমবায় সমিতির সদস্যবৃন্দ, ভাটি মাল্টিপারপাস শেয়ারহোল্ডার ও মাল্টিপারপাস-এ কর্মরত মাঠ কর্মীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভাটি মাল্টিপারপাসের বার্ষিক লভ্যাংশ ঘোষণা ও নগদে বিতরণ করা হয় এবং ভাটি সমবায় সমিতির সদস্যদের প্রত্যেককে একটি করে উপহার দেয়া হয়। ভাটির মূলমন্ত্রের সাথে সামঞ্জস্য রেখে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী বছর (২০১৭) নিকলী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী শিার্থীদের স্কুলের বইপত্র, খাতা-কলম বহনের সুবিধার্থে একটি করে স্কুল ব্যাগ উপহার দেয়া হবে। এছাড়াও সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার জন্য আগামী দিনে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়ার জন্য সিদ্ধান্ত গৃহিত হয়।
সভার শেষান্তে, উপস্থিত সকলের দুপুরের খাবার পরিবেশন করে অনুষ্ঠান শেষ করা হয়।

vatee_05-03-16

Similar Posts

error: Content is protected !!