ধামইরহাটে কৃষকের খেদমতে মাঠে নেমেছে ছাত্রলীগ

আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) ।।

নওগাঁর ধামইরহাটে জেলা ছাত্রলীগের নির্দেশে কৃষকের খেদমতে মাঠে নেমেছেন ধামইরহাট উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগ। সম্প্রতি পর পর ২ বার কালবৈশাখী ঝড়ে ধান ও ভুট্টার অনেক ক্ষতি হয়েছে। এমনিতে ঘাম ঝরানো পরিশ্রমের ফসল, তার উপর আবার ঝড়ের ধকল যেন কৃষক আর সইতে পারছে না।

ঝড়ের কারণে কৃষকের ২০৫ হেক্টর জমির পাকা ধান নুইয়ে পড়েছে। আবার শ্রমিক সংকট তো লেগেই থাকে, করোনার কারণে অনেকেরই যেন কোমর ভেঙ্গে গেছে। সেইসব কৃষকের পাশে দাঁড়াতে প্রাণঘাতি কোভিড-১৯ করোনাভাইরাস সংক্রমণে ঘরবন্দি থাকায় অনেক কৃষক ধান ঘরে আনতে পারছে না।

এমন পরিস্থিতিতে বুধবার সকাল থেকে রুপনারায়নপুর গ্রামের ইসমাইল হোসেনের পুত্র ভ্যানচালক মোস্তফা কামালের ৪৯ শতাংশ জমির ইরি-বোরো ধান কেটে দেন উপজেলা ছাত্রলীগের নেতৃত্বাধীন ইউনিয়ন ছাত্রলীগ। শ্রমিক সংকটের এই মুহূর্তে প্রায় ২৫ জন ছাত্রলীগের সদস্য মিলে ওই কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেন। এমন উদ্যোগকে প্রশংসা জানিয়েছেন রাজনৈত্তিক মহল।

ধান কাটায় উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন, সাধারণ সম্পাদক আহসান হাবীব পান্নু, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনন্দ কুমার শীল, ইউনিয়ন সমন্বয়কারী রাকিবুল হাসান, ইউনিয়ন ছাত্রলীগ নেতা ছানোয়ার হোসেন, ফিরোজ কবীর, কাশ্মীর হোসেন, আবু সাইদ, আনিছুর রহমান, শ্রী সুকান্ত কুমার প্রমুখ অংশ নেন।

উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন জানান, আমার পুরো উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধান কাটার কার্যক্রম অব্যাহত রেখেছি। আমাদের ভলান্টিয়ার টিম গঠন করা আছে, কৃষকের ধান তাদের বাড়িতে পৌছে দিয়ে মাঠ ছাড়বে ছাত্রলীগ।

Similar Posts

error: Content is protected !!