আমার বয়স ২৩। পায়ে দুর্গন্ধ হয়। শো/কেডস পড়লে যেমন কিছুক্ষণ পরই দুর্গন্ধ হতে শুরু করে, তেমনি চামড়ার স্যান্ডেলেও হয়। পা সবসময় ঘামায়। লম্বা সময় নিয়ে হাঁটলে অসম্ভব রকম পা ঘামায়।
তাজুল ইসলাম
পরামর্শ : এ অবস্থাকে হাইপারহাইড্রোসিস বলা হয়। আপনি Dricare 20% solution ব্যবহার করুন পায়ে। রাতে শোয়ার আগে এবং সকালে ধুয়ে ফেলুন। প্রথমত, একটানা তিনদিন ও পরবর্তীতে সপ্তাহে একদিন ব্যবহার করুন। এভাবে দুই মাস।
বয়স ৩৫। আমার পায়ের কনিষ্ঠ আঙুলের ফাঁকায় সাদা সাদা রঙের ঘা হয়ে থাকে। সবসময় থ্যাকথেকে হয় না। মাঝে মধ্যে থ্যাকথ্যাকে হয়। চুলকায় না, ব্যথাও নেই। তবে জোরে টান লাগলে ফেটে গিয়ে রক্ত বের হয়। নাকের খুব কাছে নিলে চামড়া পচা কিছু গন্ধ পাওয়া যায়। কিভাবে পরিত্রাণ পাবো?
জাহিদ আল মনসুর
পরামর্শ : আক্রান্ত স্থানে Fungidal ক্রিম ব্যবহার করুন দিনে তিনবার। সেই সাথে জায়গাটি সবসময় শুকনো রাখতে হবে। স্যাঁতসেঁতে রাখা যাবে না।
একজন প্রাপ্তবয়স্ক মানুষের পালসের মাত্রা কত প্রতি মিনিটে?
ফয়সাল আহমেদ
পরামর্শ : ৬০-৯০ প্রতি মিনিট।
পরামর্শ দিয়েছেন : ডাঃ মিশকাতুল মাসাবীহ, লেকচারার গাজীপুর সিটি মেডিকেল কলেজ।