আমাদের নিকলী ডেস্ক ।।
কিশোরগঞ্জের নিকলী উপজেলা থেকে ইয়াবাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় তাদের আটক করা হয়।
আটক দুইজন হলেন- নিকলী উপজেলার মোহরকোনা এলাকার মৃত ইমাম উদ্দিনের ছেলে মোবারক ও একই উপজেলার সহরমুল এলাকার মৃত কুদ্দুস মিয়ার ছেলে সাইফুল।
র্যাব-১৪ অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার বি এন এম শোভন খান সংবাদমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় নিকলী উপজেলার মোহরকোনা এলাকায় অভিযান চালিয়ে ওই দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক হাজার ৯০০ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
সূত্র : বাংলানিউজ২৪