নিয়মিত যেসব ফল খেলে কমবে ওজন

আমাদের নিকলী ডেস্ক ।।

মেদ ঝরাতে অনেকেই প্রচুর কসরত করেন। নিয়মিত ব্যায়াম, শরীরচর্চাও করেন। পরিবর্তন আনেন খাদ্যাভ্যাসেও। এত কিছু করার বদলে প্রতিদিনের খাদ্য তালিকায় কিছু ফল রাখতে পারেন। যেগুলি ওজন কমাতে সাহায্য করবে। কী সেগুলি?

শসা : হজমশক্তি বৃদ্ধিতে শসার জুড়ি মেলা ভার। আলসার, গ্যাসস্ট্রিকের সমস্যা থেকে চিরতরে মুক্তি দেয় শসা। ওজন কমাতেও সাহায্য করে।

কলা : কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম আছে। যা দ্রুত খাবার হজম করতে সাহায্য করে। ফলে ওজন কমে। তবে দিনে সর্বোচ্চ দু’টির বেশি কলা খাওয়া উচিত নয়।

আপেল : ফাইবার ও ভিটামিনে সমৃদ্ধ আপেল। রোজ সকালে এই ফল খাওয়া শরীরের পক্ষে ভাল। আপেল রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়। এটি ওজন কমাতেও সাহায্য করে।

পাতিলেবু : প্রতিদিন সকালে উঠে কুসুম গরম পানিতে ভিটামিন সি-সমৃদ্ধ পাতিলেবুর রস ও মধু মিশিয়ে খেলে ওজন কমে তাড়াতাড়ি।

বেদানা : যাঁরা রক্ত স্বল্পতায় ভোগেন, তাঁদের জন্য বেদানা খুবই উপকারী। এ ছাড়া ওজন কমাতেও সাহায্য করে বেদানা।

Similar Posts

error: Content is protected !!