হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা ।।
কিশোরগঞ্জের হোসেনপুর সীমান্তবর্তী সুরাটি বাজার সংলগ্ন এলাকায় পূর্বশত্রুতার জের ধরে এক কৃষকের ১ একর পাট ক্ষেত বিনষ্ট করেছে প্রতিপক্ষরা। এ নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ জাহাঙ্গীরপুর গ্রামে মোঃ মহিবুল্লাহ গংদের সাথে পাশের বাড়ির মানিক মিয়া গংদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই ধারবাহিকতায় গত বুধবার (৩০ মার্চ) বিকেলে মানিক মিয়া গংরা এক একর পাট ক্ষেতে বিষপ্রয়োগ করে। এতে পাট ক্ষেত বিনষ্ট হয়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে কৃষক মহিবুল্লাহ দাবি করেন। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্থুতি চলছে।
ফসলের সাথে শত্রুতা!
