নিকলী নতুন বাজারে সৌর ল্যাম্পপোস্ট স্থাপন

সংবাদদাতা ।।
উপজেলা সদরে জনবহুল স্থান নিকলী নতুন বাজার। বিদ্যুৎ সংযোগ থাকলেও রাস্তায় লাইট না থাকায় দোকানের সামনে প্রায় অন্ধকার হয়ে থাকতো। আঞ্চলিক বৃহত্তর স্বার্থ চিন্তা করে সরকারি অর্থায়নে আজ বৃহস্পতিবার ৭ এপ্রিল নিকলী নতুন বাজারে সৌর ল্যাম্প পোস্ট স্থাপন করা হয়েছে। প্রাথমিকভাবে প্রথম ল্যাম্প পোস্টটি স্থাপন করা হয়েছে মাছ মহলের কাছে।

স্থাপনকারী ইলেকট্রিশিয়ান আনোয়ার হোসেন জানান, বাল্বটি ৬০ ওয়াটের। দিনের বেলায় সূর্য থেকে বিদ্যুৎ উৎপাদন করে রাখা হবে। সূর্য ডুবার সাথে বাতিটি জ্বলে উঠবে। রাতের আধার কেটে গিয়ে সূর্য উঠার সাথে সাথে বাতিটি আবার বন্ধ হয়ে যাবে। সূর্যের আলো থেকে চার্জ হওয়া, চালু ও বন্ধ হওয়ার পুরো প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় পদ্ধতি হয়ে থাকবে। এক্ষেত্রে যান্ত্রিক ত্রুটি ছাড়া অন্য কোনো কাজে কারো স্পর্শ প্রয়োজন হবে না।

এলাকাবাসীর আশা, ধীরে ধীরে পুরো বাজার এবং সমস্ত নিকলী জুড়ে রাস্তায় এমন ল্যাম্প পোস্ট স্থাপন করা হবে।

Similar Posts

error: Content is protected !!