মোঃ আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা ।।
গত কয়েক দিনের প্রচণ্ড গরম আর তাপদাহের মধ্যে সরারচরে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। মানুষের অবস্থা কাহিল।
দিনভর রৌদ্রের প্রখরতা, রাতভর ভ্যাপসা গরম আর লাগামহীন পিডিবি ও পল্লী বিদ্যুতের লোডশেডিং-এ রীতিমত প্রাণীকুল বিপর্যস্ত হয়ে পড়েছে। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে তাপদাহের মাত্রা ও বিদ্যুতের লুকোচুরি খেলাও।
বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের গ্রামগুলোতে দিনে ও রাতে কয়েকদিন যাবত রীতিমত থাকছে না বিদ্যুৎ।
রোদের প্রখর তীব্রতা আর সারাদিনের গরমের ফলে অনেকেরই ইতোমধ্যে সর্দি-জ্বর ও আমাশয়সহ নানান রোগে আক্রান্ত হয়ে পড়েছেন।