নিজস্ব সংবাদদাতা ।।
নিকলী সদর ইউনিয়নের বড় পুকুরপাড়ের শাহাদত হোসেন কাজলের আব্বা আমির হোসেন আজ বিকালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন।
তিনি দীর্ঘদিন বিভিন্ন রোগ ভোগের পর আজ রোববার ১ মে বিকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। আজ বাদ মাগরিব নামাজে জানাজা শেষে দরগাহবাড়ি কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। সন্তানেরা তার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
আমির হোসেনের মৃত্যুতে আমাদের নিকলী ডটকম পরিবার গভীর শোক প্রকাশ করছে।