জাতীয়করণ হলো কিশোরগন্জের ২টি মাধ্যমিক বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক ।।
সরকারি বিদ্যালয়বিহীন উপজেলায় সরকার নতুন করে ৬টি মাধ্যমিক বিদ্যালয়কে জাতীয়করণের আওতায় নিয়েছে। এর মাঝে কিশোরগন্জের ২টি বিদ্যালয় রয়েছে। জাতীয়করণ হওয়া ২টি বিদ্যালয় হলো অষ্টগ্রাম উপজেলার অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়, অপরটি রাষ্ট্রপতি আবদুল হামিদের মায়ের নামে প্রতিষ্ঠিত মিঠামইন তমিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়।

হাওরের দুই উপজেলায় এ খবরে খুশির বন্যা বইছে। এ উপলক্ষে আনন্দ মিছিলেরও খবর পাওয়া গেছে। গত রোববার ৮ মে ও ৯ মে সোমবার শিক্ষা মন্ত্রণালয় পৃথক ২টি অফিস আদেশও জারী করেন। উপসচিব শিক্ষা মন্ত্রণালয় সালমা জাহান স্বাক্ষরিত আদেশে উল্লেখ রয়েছে, নতুন জাতীয়করণ হওয়া স্কুলের শিক্ষকরা অন্য স্কুলে বদলি হতে পারবে না। উল্লেখ্য, গত ২৫ ফ্রেব্রুয়ারি থেকে জাতীয়করণের সিদ্বান্ত কার্যকর হবে।

Similar Posts

error: Content is protected !!