মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।
বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের ঘোড়াউত্রা নদীভাঙ্গন কবলিত শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
২২ জুন বুধবার দুপুরে আলহাজ্ব মো. আফজাল হোসেন এমপি-র নির্দেশে নদীভাঙ্গন কবলিত দুই শতাধিক পরিবারের সদস্যদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন উপজেলা নিবার্হী কর্মকতা এ. জেড. এম শারজিল হাসান। আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প পরিচালক সালমা আক্তার, উপজেলা খাদ্য কর্মকর্তা মো. কাঊসার আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক মো. মোবারক হোসেন মাস্টার প্রমুখ।
উল্লেখ্য, বিগত ২৫ বছরে ঘোড়াউত্রা নদীভাঙ্গনে বাজিতপুরের দিঘীরপাড় ইউনিয়নের আছানপুর গ্রামের প্রায় ৫ শতাধিক পরিবার ভিটাহারা হয়েছে। আতংকে এখনও অনেক পরিবার খোলা আকাশের নীচে অবস্হান করছে।