কোপার ফাইনালে ফের মুখোমুখি আর্জেন্টিনা-চিলি

chili argentina

মো. আরিফুল ইসলাম ।।
কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনাল ২৭ জুন সোমবার। স্বপ্নের শিরোপার ফাইনালে মুখোমুখি হবে গেল কোপার দুই ফাইনালিস্ট আর্জেন্টনা-চিলি। ২৭ জুন সকাল ৬টায় ম্যাচটি মিডলাইফ স্টেডিয়াম, ইস্ট রাদারফোর্ড (ইউএসএ)তে অনুষ্ঠিত হবে।

চলতি শতবর্ষী আসরে ২০১৬ কোপা টুনামেন্টে ১৬টি দল ৪ গ্রুপে অংশগ্রহণ করে। এদিকে কোপার ২০১৫ গেল আসরে মেসির আর্জেন্টিনাকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছিল চিলি। তবে এবারে আর আর্জেন্টিনা সে সুযোগ দিতে চায় না চিলিকে। তার প্রমাণ মিলে চলতি আসরের গ্রুপ পর্বে আর্জেন্টিনা বনাম চিলির ১ম ম্যাচেই। সেই ম্যাচে চিলিকে ২-১ গোলে হারিয়ে কোপা মিশন শুরু করে মেসিবিহীন আর্জেন্টিনা। এখন দলে ফিরেছেন লিও মেসি। মেসি আসায় আরো বেশ দুর্দান্ত জেরার্ডো মার্ন্টিনের শিষ্যরা।

chili argentina

গত আসরের মতো এবারো দুর্দান্ত মেসি। সবকিছু ঠিকঠাক থাকলে শতবর্ষী এ টুনামেন্টেও টানা দ্বিতীয়বারের মতো সেরা নির্বাচিত হবেন আর্জেন্টিনার ফুটবলের এ রাজপুত্র। সেরাদের কাতারে থাকা মেসির ঝুলিতে উল্লেখযোগ্য কোনো শিরোপা না থাকায় এবার অনেকের ধারণা সেই শূণ্য ঘুচানোর সুযোগ তার সামনে এসেছে। শিরোপা জয়ের স্বপ্ন পূরণে মেসির জ্বলে ওঠে আরো আলোকিত করবেন নিজেকে। সেই প্রত্যাশা নিয়েই মেসির মতো তার ভক্তরাও অধীর আগ্রহে খেলা দেখবেন।

আর্জেন্টিনা চলতি আসরের গ্রুপ পর্বে সবকটি ম্যাচ প্রতিপক্ষের সাথে বড় ব্যবধানে জিতে। কোয়ার্টার ফাইনালে ভেনিজুয়েলাকে ও সেমিতে যুক্তরাষ্ট্রকে হারিয়ে পৌঁছেছে ফাইনালে। অন্যদিকে চিলি কোয়ার্টারে মেক্সিকোকে দুমড়ে-মুচড়ে দেয় ৭-০ গোলে, সেমিতে হারায় কলম্বিয়াকে। গ্রুপ পর্বে আর্জেন্টিনার কাছে চিলি ১-২ গোলে হারলেও তাদের গোল করার ক্ষমতা সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে। পাঁচ ম্যাচ খেলে তারা ১৬ গোল করেছে! হজম করেছে মাত্র চারটি। এই ছবি বলছে শিরোপা খরা কাটাতে মেসিদের নিশ্চিত অনেক ঘাম ঝরাতে হবে। এর সাথে দলটির সামনে থাকছে টানা শিরোপার হাতছানি।

অন্যদিকে এ শতবর্ষী আসরে চ্যাম্পিয়ন হলে উরুগুয়ের সাথে যৌথভাবে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকছে আলবেসেলিস্তাদের। সাথে কাটবে দীর্ঘ ২৩ বছরের শিরোপা না জয়ের খরাও! তাই চিলির বিপক্ষে চ্যাম্পিয়ন হয়ে গেল কোপার ফাইনাল হারার প্রতিশোধ নিতে চায় জেরার্ডো মার্টিনের শিষ্যরা। সাথে কোপার শততম আসরটিকেও স্মরণীয় করে রাখতে চাইবে তারা। সোমবার নিউ জার্সিতে ইস্ট রাদারফোর্ডে আর্জেন্টিনা পাবে গত ফাইনালের হারের প্রতিশোধ, সাথে মুছবে ২৩ বছরের শিরোপার খরা; এমনটাই আশা করছেন সারা বিশ্বের মতো বাংলাদেশি আর্জেন্টিনার সমর্থকেরাও।

Similar Posts

error: Content is protected !!