অষ্টগ্রাম ও মিঠামইনে পুড়িয়ে দেয়া হয়েছে অবৈধ কারেন্ট জাল

current jal

নিজস্ব প্রতিবেদক ।।

এখন মাছের বৃদ্ধির সময়। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে মৎস্যজীবীদের ঘের জাল মোবাইল কোর্টের মাধ্যমে আটক করেছে অষ্টগ্রাম থানা পুলিশ।

জানা যায়, মৎস্য সপ্তাহ চলাকালে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়। কারণ এ সময় মাছ স্বাভাবিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়। এই নিষেধাজ্ঞা অমান্য করে অষ্টগ্রামের মৎস্যজীবীরা হাওরে মাছ ধরতে গেলে তাদের ঘের জাল ও অবৈধ কারেন্ট মোবাইল কোর্টের মাধ্যমে আটক করে নিয়ে আসে থানা পুলিশ।

পরবর্তীতে আটককৃত জালগুলো জনসম্মুখে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়া হয়।

২৫ জুলাই সোমবার মোবাইল কোর্টের পরিচালনায় ছিলেন অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহসীন উদ্দিন।
current jal

এদিকে, হাওর উপজেলা মিঠামইনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হলো।

সোমবার ২৫ জুলাই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট ও মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজ হায়দার ভূঞা। এ সময় মিঠামইন বাজারের ব্যবসায়ী আরিফুর রহমানের দোকান থেকে কারেন্ট জাল উদ্ধার করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ফেলেন।

উল্লেখ্য, জুলাই মাসের শেষ সপ্তাহে সারাদেশে মৎস্য সপ্তাহ উদযাপন হচ্ছে। হাওরে পোনা মাছ নিধন প্রতিরোধে ভ্রাম্যমান আদালত জেলেদের কাছ থেকে জাল উদ্ধার করছে।

Similar Posts

error: Content is protected !!