মাছ চাষ?
আবুল মনসুর খান
মুরগীর বিষ্টা, খাচ্ছে যে মাছটা
সেই মাছ আমরাই খাচ্ছি
থাকছে কি গুনাগুন, যা শরীরে প্রয়োজন
আমরা কি তা পাচ্ছি?
মাথিয়ার বন্দে, থাকা যায় না গন্ধে
চেপে ধরি নাকটায়
দেশে কি আইন নেই, দেখারও কেউ নেই
সবার প্রশ্ন এটাই।
যা দেখে ঝটপট, নাকে ধরি পটাপট
তা খেলে ভালো কিছু পাবো তো?
সব শেষে মিনতি, জাতির জন্য দাও ইতি
মানুষের রোগ মুক্তি হবে হয়তো।