সরারচর স্টেশনের কালোবাজারি রোধে মাঠে নেমেছে ছাত্রলীগ

sararchar railway station

মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর রেলওয়ে স্টেশনে কোনভাবে কমছে না কালোবাজারিতে টিকেট বিক্রি।

উপজেলার দুই রেলওয়ে স্টেশনের মধ্যে অন্যতম এ রেলওয়ে স্টেশনে বারবার ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করলেও এদের দৌরাত্ম্য না কমায় রেলওয়ের ভ্রমণপিয়াসী সাধারণ যাত্রীদের দুর্ভোগ চরমে। এদিকে সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে টিকেট বিক্রি করে ব্লেকাররা যাত্রীদের কাছ থেকে কয়েক মিনিটে হাতিয়ে নিচ্ছে হাজার টাকা।

sararchar railway station

এরই ধারাবাহিকতায় উপজেলার এ অন্যতম রেলওয়ে স্টেশনে ব্ল্যাকার রোধে মাঠে নেমেছে ছাত্রলীগ নেতৃবৃন্দ। ২৫ সেপ্টেম্বর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাফিউল আলম রুবেলের নেতৃত্বে সরারচর রেলওয়ে স্টেশনের যাত্রীদের দুর্ভোগ কমাতে মাঠে নামে উপজেলা ছাত্রলীগসহ ইউনিয়ন ছাত্রলীগ কর্মীরা।

ব্ল্যাকার রোধে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, আমার কাছে অনেক দিন যাবত ইউপি ছাত্রলীগের কর্মীরা সহ অনেক যাত্রী অভিযোগ করে আসছিল ব্ল্যাকে টিকেট বিক্রির ফলে সাধারণ যাত্রীরা টিকেট পাচ্ছে না। এজন্যই ব্ল্যাকার রোধে নেতৃবৃন্দকে সাথে নিয়ে স্টেশনে আসা। আমি অনুরোধ জানিয়েছি স্টেশন মাস্টারকে যাত্রীদের স্বার্থে ব্ল্যাকে টিকেট বিক্রি না করার জন্য। এবং যারা ব্ল্যাকে টিকেট নেয়ার জন্য আসেন তাদের তালিকা আমার কাছে দেয়ার জন্য। যদি কেউ ব্ল্যাকে টিকেট না দিলে অপব্যবহার করে এটাও জানানোর জন্য। পরে আমি ব্ল্যাকারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য মাননীয় এমপি মহোদয়কে অনুরোধ জানাব।

Similar Posts

error: Content is protected !!