নিজস্ব সংবাদদাতা ।।
নিকলীতে সেকায়েপ প্রকল্পের অধীনে বিশ্বসাহিত্য কেন্দ্রের পাঠ্যাভ্যাস কর্মসূচী ২০১৬ সেশনের পরীক্ষা অনুষ্ঠিত হয়। রোববার ২ অক্টোবর দেড়টায় উপজেলার ১০টি মাধ্যমিক স্কুল ও ৫টি দাখিল মাদ্রাসায় একযোগে পরীক্ষা শুরু হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, ৬ষ্ঠ শ্রেণী থেকে ১০ম শ্রেণীর ছাত্রছাত্রীরা এক ঘণ্টার পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রশ্নপত্র সরবরাহ করেন বিশ্বসাহিত্য কেন্দ্র কর্তৃপক্ষ।
পরীক্ষা চলাকালীন নিকলী জিসি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান হাবিব, নিজলী জিসি পাইলট স্কুলের প্রধান শিক্ষক কারার আবদুর রশিদ ও পাঠ্যাভ্যাস কর্মসূচীর প্রকল্প সমন্বয়ক আবির হোসেন প্রমুখ।