নিজস্ব প্রতিবেদক ।।
কিশোরগঞ্জ জেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ১৮ অক্টোবর মঙ্গলবার “জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২০১৬ এবং বিশ্ব হাত দিবস” উদযাপিত হয়। এবারের জাতীয় স্যানিটেশন মাসের প্রতিপাদ্য হলো “উন্নত স্যানিটেশন সুস্থ জীবন”। বিশ্ব হাত ধোয়া দিবসের প্রতিপাদ্য হলো “হাত ধোয়ার অভ্যাস গড়ি”।
উল্লিখিত প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কিশোরগঞ্জের যৌথ উদ্যোগে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সহযোগিতায় আয়োজিত উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, হাত ধোয়া প্রদর্শন, আালোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মো: আজিমুদ্দিন বিশ্বাস, জেলা প্রশাসক কিশোরগঞ্জ।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ তোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপ-পরিচালক-স্থানীয় সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও শিক্ষা বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম খান, সাংবাদিকবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা সুস্থ ও সামাজিক জীবন যাপনের জন্য উন্নত স্যানিটেশন ব্যবহার এবং সাবান দিয়ে হাত ধোয়ার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন। হাওর এলাকার স্যানিটেশন অগ্রগতি বেগবান করার জন্য বক্তারা বিশেষ কর্মসূচি হাতে নেয়ার সুপারিশ উত্থাপন করেন।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য ও ওয়াশ কার্যক্রমে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের অভিজ্ঞতা পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন মোঃ ইকবাল হোসাইন, ওয়াশ কো-অর্ডিনেটর, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন মোঃ মাসুদ চৌধূরী, ওয়াশ কো-অর্ডিনেটর, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সন্ধ্যায় গুরুদয়াল সরকারি কলেজ মাঠে ল্যাট্রিন পরিচ্ছন্ন রাখা ও সাবান দিয়ে হাত ধোয়ার ওপর গণসচেতনতামূলক জারিগান ও পালাগানের আয়োজন করা হয়। বিপুলসংখ্যক দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন।