নিজস্ব প্রতিবেদক ।।
নিকলী উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে কারপাশা একাদশকে ট্রাইবেকারে হারিয়ে নিকলী একাদশ চ্যাম্পিয়ন হয়।
বৃহস্পতিবার ১৭ নভেম্বর বিকাল ৩টায় নিকলী ফুটবল খেলার মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলায় দু’পক্ষের পাল্টপাল্টি আক্রমণ হলেও প্রতিপক্ষ গোলপোস্টে কেউ বল নিতে পারেনি।
কানায় কানায় পূর্ণ দর্শকদের মুহুর্মুহু করতালিতে খেলাটি অবশেষে টাইব্রেকার পর্যন্ত গড়ায়। কারপাশা একাদশকে ৫-৪ গোলে হারিয়ে নিকলী একাদশ চ্যাম্পিয়ন হয়।
চ্যাম্পিয়নদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন নিকলী সদর ইউনিয়নের চেয়ারম্যান কারার বুরহান উদ্দিন আহমদ, নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুঈদ চৌধুরী, কারপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাকি আমান খান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী নূরুল আমিন প্রমুখ।
ছবি : কারার ইমরান মাহাদী নিয়ন