নিকলী উপজেলার ১০টি মাধ্যমিক ও নিন্মমাধ্যমিক বিদ্যালয়ে চারু ও কারুকলার কোন শিক্ষক নেই। জাতীয় শিক্ষানীতি ২০১০ আলোকে মাধ্যমিক পর্যায়ে চারু ও কারু শিক্ষাকে আবশ্যক করার সুপারিশ করা হয়েছে। গত ২০১৩ শিক্ষাবর্ষ থেকে চারু ও কারু আবশ্যিক হিসাবে চালু হলেও এখনও পর্যন্ত নিবন্ধনধারী চারু ও কারু সনদধারী শিক্ষক নেই কোন প্রতিষ্ঠানে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের বিদ্যমান জনবল কাঠামো অনুযায়ী চারু ও কারুকলা বিষয়ে অর্ন্তভূক্ত না থাকায় এ বিষয়ে দ্রুত শিক্ষক নিয়োগ করা যাচ্ছে না। এ বিষয়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাছে জানতে চাইলে নিকলী জি,সি পাইলট স্কুলের প্রধান শিক্ষক সনজিত কুমার সাহা বলেন, চারু ও কারুকলা বিষয়ে যোগ্যতাসম্পন্ন শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা দেয়া যাচ্ছে না। আশা করি অচিরেই এ বিষয়ে শিক্ষক নিয়োগের যথাযথ নির্দেশনা আসবে।
সংবাদদাতা