শনিবার বিকাল ৪ ঘটিকা থেকে মধ্যরাত পর্যন্ত কুর্শা পশ্চিম পাড়া ইসলামী যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাওলানা ফরিদ উদ্দিন। কোরআন তাফসির করেন মাওলানা জহিরুল ইসলাম জাবেরী ও শরিফ মোঃ জালাল। প্রধান অতিথি জহিরুল ইসলাম জাবেরী বলেন, দুনিয়ার জীবন মুমিনের জন্য পরীক্ষা স্বরুপ। আমাদেরকে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য কাজ করে যেতে হবে। মাহফিলে দাবানলের শিল্পীগোষ্ঠীর দুই শিল্পী আনোয়ার শাহ ও জাহিদ হাসান সুললিত কন্ঠে হামদ ও নাত পরিবেশন করেন। মাহফিলকে অনুষ্ঠানে কুর্শায় সর্বত্রই আনন্দ বিরাজ করে এবং দিনের শুরুতেই স্পেন্ডেলের বাহিরে মেলা দোকানী বসে।
সংবাদদাতা