নিজস্ব প্রতিবেদক ।।
ভাটি (ভিলেজ, এগ্রিকালচার, টেকনোলজি, এডুকেশন এন্ড এনভায়রনমেন্ট) মাল্টিপারপাসের ৫ম বার্ষিক সাধারণ সভা গত ৩১ মার্চ অনুষ্ঠিত হয়েছে। এ বছর সংগঠনটি ১১ শতাংশ হারে লভ্যাংশ ঘোষণা ও প্রদান করা হয়েছে।
ভাটি’র (VATEE) সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিকলী উপজেলা পরিষদ চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম। ২৬ জন বন্ধুর সমন্বয়ে গঠিত সংগঠনটির কার্যক্রমের প্রশংসা করেন প্রধান অতিথি। এ সময় তিনি এই প্রতিষ্ঠানের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
সাধারণ সভা শেষে সদস্যবৃন্দের মধ্যে এক র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে নির্ধারিত তিনটি পুরস্কারের প্রথমটি পান মোহাম্মদ আজমল আহছান; দ্বিতীয় পুরস্কার কারার ইখতিয়ারুল আহমেদ (শরীফ) ও তৃতীয় পুরস্কার পান মনজিল হোসেন। আগামী বর্ষা মৌসুমে সদস্যদের নিয়ে একটি পিকনিক আয়োজনের ঘোষণা দেয়া হয় অনুষ্ঠানে।