আমাদের নিকলী ডেস্ক ।।
প্রাথমিক শিক্ষা সমাপনী ২০১৬’র বৃত্তির ফল প্রকাশ করা হয়েছে। এবার মেধা কোটা (ট্যালেন্টপুল) ও সাধারণ কোটায় মোট ৮২ হাজার ৫শ’ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে মেধা কোটায় ৩৩ হাজার ও সাধারণ কোটায় ৪৯ হাজার ৫শ’ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
সচিবালয়ে মঙ্গলবার ১১ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান মন্ত্রণালয়টির সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। এ সময় মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আসিফ উজ জামান উপস্থিত ছিলেন। বাসস
মন্ত্রী বলেন, বর্তমান সরকার ২০১৫ সাল থেকে মেধাবৃত্তির সংখ্যা বৃদ্ধি করেছে। এর আগে মেধা কোটা ও সাধারণ কোটায় মোট ৫৫ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হতো। এর মধ্যে মেধা কোটায় ২২ হাজার ও সাধারণ কোটায় ৩৩ হাজার শিক্ষার্থী পেতো।
তিনি বলেন, বৃত্তির সংখ্যা বৃদ্ধির পাশাপাশি গত বছর থেকে বৃত্তির অর্থও বৃদ্ধি করা হয়েছে। আগে ট্যালেন্টপুলে ২শ’ ও সাধারণ কোটায় ১৫০ টাকা করে বৃত্তি দেয়া হতো। গত বছর থেকে শেখ হাসিনার সরকার ট্যালেন্টপুলে ৩শ’ ও সাধারণ কোটায় ২২৫ টাকা করে দিচ্ছে। এ বছরও একই হারে বৃত্তি প্রদান করা হবে উল্লেখ করে মোস্তাফিজুর রহমান বলেন, বৃত্তিপ্রাপ্ত প্রাথমিকের এ শিক্ষার্থীরা অষ্টম শ্রেণি পর্যন্ত বৃত্তির এ সুবিধা পাবে।
সাধারণ কোটার বৃত্তি বণ্টনের হিসেব উল্লেখ করে প্রাথমিকের এ মন্ত্রী বলেন, দেশের ৭ হাজার ৯৪৬টি ইউনিয়ন/পৌরসভার ওয়ার্ডের প্রতিটিতে ৬ জন (৩ জন ছাত্র ও ৩ জন ছাত্রী) করে মোট ৪৭ হাজার ৬৭৬ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি প্রদান করা হয়েছে। অবশিষ্ট ১ হাজার ৮২৪টি বৃত্তি থেকে প্রতিটি উপজেলা/থানায় ৩ জন (১ জন ছাত্র, ১ জন ছাত্রী ও ১ জন উপজেলা মেধার ভিত্তিতে) করে মোট ৫০৯টি উপজেলা/থানায় ১ হাজার ৫২৭ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। সাধারণ বৃত্তির কোটা পূরণ করতে আবার প্রতিটি জেলায় আরো ৪ জন (২ ছাত্র ও ২ জন ছাত্রী) করে ৬৪ জেলায় আরো ২৫৬ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
বৃত্তির এ ফলাফল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েব সাইটে পাওয়া যাবে বলে তিনি জানান।